Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বছরজুড়ে দেশের অপরাধের খবর যেভাবে এসেছে বিদেশি মাধ্যমে
Details

এ বছর আলোচিত অপরাধের শুরু কলাবাগানের একটা বাড়ি থেকে। শেষ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞায়। মাঝে অন্তত পাঁচবার আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশে ঘটে যাওয়া অপরাধের খবর বড় করে ছেপেছে।

কলাবাগানে ইংরেজিমাধ্যম স্কুলের ছাত্রীকে ধর্ষণের পর খুনের ঘটনায় পুলিশ তড়িৎগতিতে আসামিদের ধরে ফেলে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধ নিয়ন্ত্রণ বা দমনে যা যা করেছে, তাতে বাদী কেন আসামি—এমন প্রশ্নও ওঠে। তবে যা–ই হোক, বাংলাদেশের নানা অপরাধের ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে এ বছর আলোচিত হয়েছে।

যেমন বছরের মাঝামাঝি বোট ক্লাবে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলেছিলেন চিত্রনায়িকা পরীমনি। এর কিছুদিন বাদেই তিনি গ্রেপ্তার হন। গ্রেপ্তারের আগে ফেসবুকে তাঁর লাইভ, এক পুলিশ কর্মকর্তার সঙ্গে ভিডিও ফাঁস, মামলার তদন্তে যুক্ত পুলিশ কর্মকর্তার আকস্মিক বাধ্যতামূলক অবসরে যাওয়া, দফায় দফায় রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর নিয়ে জজকোর্টের দুই আইনজীবীকে তলব, জামিন, হাতের মেহেদিতে বার্তা দেওয়াসহ সবকিছুই গণমাধ্যমের কল্যাণে পাঠকের একরকম নখদর্পণে ছিল।

Images
Attachments
Publish Date
29/12/2021
Archieve Date
30/12/2021